ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে এবং কি কি বিস্তারিত জেনে নিন

Last Updated on 2 months by Shaikh Mainul Islam

ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে এবং কি কি সে সম্পর্কে আমাদের অনেকেরই স্পষ্ট ধারণা নাই। ইউরোপ মহাদেশের মতো উন্নত মহাদেশ সম্পর্কে বিভিন্ন কারণে আমাদের জানার প্রয়োজন হয়।

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোষ্ট “ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে এবং কি কি বিস্তারিত জেনে নিন” এ।

আজকের পোষ্টে আমরা ইউরোপ মহাদেশগুলোর নাম, দেশগুলোর রাজধানীর নাম সহ ইউরোপ সম্পর্কে আরও কিছু বিষয়ে জানবো।

ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে, দেশগুলির আয়তন, জনসংখ্যা, এবং রাজধানীর নাম সহ সব বিষয়ে এই পোষ্টে জানতে পারবেন। চলুন ইউরোপ এবং এর দেশগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ইউরোপ মহাদেশের পরিচিতি

৫০ টি দেশের সমন্বয়ে সবগুলি মহাদেশের মধ্যে আয়তনে ষষ্ঠ এবং জনসংখ্যার দিক দিয়ে ইউরোপ মহাদেশের অবস্থান ৩য়।

ইউরোপ মহাদেশের মোট জনসংখ্যা ৭৪, ৬৪,০০,০০০ জন এবং মহাদেশটির আয়তন মোট ১,০১,৮০,০০০ বর্গকিলোমিটার।

আরও পড়ুনঃ ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ কয়টি ও কি কি?

প্রকৃতি গত সৌন্দর্যের দিক থেকে ইউরোপ খুব এগিয়ে। এছাড়াও ইউরোপ মহাদেশের মধ্যেই বিশ্বের সবথেকে ছোট এবং সবথেকে বড় দেশ আছে।

বিশ্বের সবথেকে ছোট দেশ ভ্যাটিকান সিটি যার আয়তন 121 একর এবং সবথেকে বড় দেশ রাশিয়া যার আয়তন ৬৬ লক্ষ বর্গমাইল।

আরও পড়ুনঃ বাংলাদেশের আয়তন কত বর্গ কিলোমিটার ?

এর মধ্যে রাশিয়া দেশটির চারিপাশে ১৬ টি দেশ এর সাথে সংযোগ রয়েছে।

এবং রাশিয়ার অনেক বড় একটি অংশ এশিয়া মহাদেশের মধ্যে থাকলেও জনবসতি ইউরোপ মহাদেশের মধ্যে থাকা অংশে।

এশিয়া এবং ইউরোপ এর মধ্যেকার দেশকে ইউরেশিয়া মহাদেশের অন্তর্গত দেশও বলা হয়। আর এশিয়া ইউরোপ এর মধ্যে মিলিত দেশের মধ্যে অন্যতম দেশ হচ্ছে রাশিয়া।

আশা করছি ইউরোপ মহাদেশ সম্পর্কে সাধারণ একটি ধারণা পেয়েছেন।

ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে এবং কি কি

এতক্ষণে আমরা জেনেছি যে, ইউরোপ মহাদেশে ৫০ টি দেশ আছে। এবং ৫০ টি দেশেরই নিজস্ব রাজধানী, মুদ্রা এবং ভাষা আছে।

এবার আমরা ইউরোপ মহাদেশের অন্তর্গত ৫০ টি দেশ, দেশগুলোর নাম, আয়তন, রাজধানী, জনসংখ্যা এবং মুদ্রার নাম জানবো।

আরও পড়ুনঃ ইউরোপ মহাদেশের মুসলিম দেশগুলোর নাম সহ বিস্তারিত জেনে নিন

দেশের নামআয়তন
বর্গ কি.মি
জনসংখ্যারাজধানীমুদ্রা
(নাম)
রাশিয়া১৭,০৭৫,৪০০144.2 million (2022)মস্কোরুবল/ রুবেল
জার্মানি৩,৫৭,০২২83.8 million (2022)বার্লিনইউরো
তুরস্ক৭৮৩,৫৬২84.98 million (2022)আঙ্কারালিরা
ফ্রান্স৫৪৭,০৩০67.97 million (2022)প্যারিসইউরো
যুক্তরাজ্য২৪৪,৮২০66.97 million (2022)লন্ডনপাউন্ড স্টার্লিং
ইতালি৩০১,২৩০58.94 million (2022)রোমইউরো 
ইউক্রেন৬০৩,৭০০38 million (2022)কিয়েভUkrainian hryvnia
স্পেন৫০৪,৮৫১47.78 million (2022)মাদ্রিদইউরো
পোল্যান্ড৩১২,৬৮৫36.82 million (2022)ওয়ার্সাজলোটি
রোমানিয়া২৩৮,৩৯১19.05 million (2022)বুখারেস্টRomanian Leu
নেদারল্যান্ডস৪১,৫২৬17.7 million (2022)আমস্টারডামআরুবান ফ্লোরিন
(আরুবা)
কাজাখস্তান২,৭২৪,৯০০19.62 million (2022)আস্তানাKazakhstani Tenge
গ্রিস১৩১,৯৫৭10.43 million (2022)অ্যাথেন্সইউরো
বেলজিয়াম৩০,৫২৮11.69 million (2022)ব্রাসেল্‌সইউরো
পর্তুগাল৯১,৫৬৮10.41 million (2022)লিসবনEuro
চেক প্রজাতন্ত্র৭৮,৮৬৬10.67 million (2022)প্রাগকোরুনা/ মুকুট
হাঙ্গেরি৯৩,০৩০9.643 million (2022)বুদাপেস্টফরিন্ট
বেলারুশ২০৭,৫৬০9.228 million (2022)মিন্‌স্কruble
আজারবাইজান৮৬,৬০০10.14 million (2022)বাকুমানাত
সুইডেন৪৪৯,৯৬৪10.49 million (2022)স্টকহোমক্রোনা
অস্ট্রিয়া৮৩,৮৫৮9.042 million (2022)ভিয়েনাইউরো
বুলগেরিয়া১১০,৯১০6.465 million (2022)সফিয়ালেভ
সুইজারল্যান্ড৪১,২৯০৭,৫০৭,০০০বের্নSwiss Franc
সার্বিয়া৮৮,৩৬১৭,১২০,৬৬৬বেলগ্রেডদিনার
ডেনমার্ক৪৩,০৯৪৫,৫৬৪,২১৯কোপেনহেগেনক্রোন
স্লোভাকিয়া৪৮,৮৪৫৫,৪২২,৩৬৬ব্রাতিস্লাভাEuro
ফিনল্যান্ড৩৩৬,৫৯৩৫,১৫৭,৫৩৭হেলসিঙ্কিইউরো
নরওয়ে৩৮৫,১৭৮৫,০১৮,৮৩৬অসলোKrone
জর্জিয়া৬৯,৭০০৪,৬৬১,৪৭৩তিবি‌লিসিল্যারি
ক্রোয়েশিয়া৫৬,৫৪২৪,৪৩৭,৪৬০জাগরেবইউরো
মলদোভা৩৩,৮৪৩৪,৪৩৪,৫৪৭কিশিনেভLeu
আয়ারল্যান্ড৭০,২৮০৪,২৩৪,৯২৫ডাবলিনEuro
বসনিয়া ও হার্জেগোভিনা৫১,১২৯৩,৮৪৩,১২৬সারায়েভোসিরিলিক
আর্মেনিয়া২৯,৮০০৩,২২৯,৯০০ইয়েরেভানআর্মেনিয়ান ড্রাম
লিথুয়ানিয়া৬৫,২০০২,৯৮৮,৪০০ভিলনিউসইউরো
আলবেনিয়া২৮,৭৪৮২,৮৩১,৭৪১তিরানাAlbanian Lek
লাতভিয়া৬৪,৫৮৯২,০৬৭,৯০০রিগাEuro
ম্যাসেডোনিয়া২৫,৭১৩২,০৫৪,৮০০স্কপইয়েDenar
স্লোভেনিয়া২০,২৭৩২,০৫০,১৮৯লিউব্লিয়ানাইউরো
ইস্তোনিয়া৪৫,২২৬১,৩৪০,১৯৪তাল্লিনইউরো
সাইপ্রাস৯,২৫১৭৮৮,৪৫৭নিকোসিয়াEuro
মন্টিনিগ্রো১৩,৮১২৬১৬,২৫৮পোডগোরিকাEuro
লুক্সেমবুর্গ২,৫৮৬৪৪৮,৫৬৯লুক্সেমবুর্গইউরো
মাল্টা৩১৬৩৯৭,৪৯৯ভাল্লেত্তাইউরো
আইসল্যান্ড১০৩,০০০৩০৭,২৬১রেইকিয়াভিকক্রোনা
অ্যান্ডোরা৪৬৮79,824 (2022)আন্দরা লা ভেলিয়াEuro
লিশটেনস্টাইন১৬০39,327 (2022)ফাডুৎসসুইস ফ্রাংক
মোনাকো১.৯৫36,469 (2022)মোনাকোইউরো
সান মারিনো৬১33,660 (2022)সান মারিনোEuro
ভ্যাটিকান সিটি০.৪৪825 (2019)ভ্যাটিকান সিটিEuro
ইউরোপ মহাদেশের দেশগুলির নাম, রাজধানী, আয়তন, জনসংখ্যা এবং মুদ্রার নাম

ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে

প্রিয় পাঠক, এতক্ষণে উপরের চার্ট থেকে নিশ্চয়ই ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে এবং কি কি তা জেনেছেন।

তবে, এই ৫০ টি দেশ ছাড়াও ইউরোপ মহাদেশে আরও ১২ টি দেশ আছে। তবে এই দেশ ১২ টির আয়তন অতি ক্ষুদ্র।

এছাড়া এই ১২ টি দেশের আলাদা রাজধানী, আলাদা ভাষা, আলাদা সংস্কৃতি থাকলেও মূল দেশ হিসেবে এখন পর্যন্ত ৫০ টি দেশকেই ধরা হয়।

কখনো যদি ইউরোপ থেকে এই ১২ টি দেশকে মূল দেশ হিসেবে ঘোষণা করা হয় এখানে আপডেট করে জানিয়ে দেওয়া হবে।

এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন যে, ইউরোপ মহাদেশে কয়তি দেশ আছে এবং কি কি দেশ আছে।

এছাড়াও জেনেছেন ইউরোপ মহাদেশের সব দেশের রাজধানীর নাম, আয়তন এবং জনসংখ্যা কত।

ইউরোপ মহাদেশের দেশ সম্পর্কিত FAQ

ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম কি?

Youropeমহাদেশে প্রধানত ৫০ টি দেশ আছে। ৫০ টি দেশের নাম, রাজধানী, আয়তন এবং জনসংখ্যা সম্পর্কে এই পোষ্টে দেওয়া আছে।

ইউরোপের দেশ কয়টি?

ইউরোপ এর দেশ প্রধানত ৫০ টি। এছাড়াও ১২ টি দেশ আছে। তবে এই ১২ টি দেশের আয়তন অনেক কম হওয়ায় সেভাবে প্রকাশিত না।

ইউরোপে মুসলিম দেশ কয়টি ?

ইউরোপে মুসলিম দেশ কয়টি ও কি কি তা আমাদের পূর্ববর্তী একটি পোষ্টে উল্লেখিত আছে। সেখান থেকে দেখে নিন।

ইউরোপের নন সেনজেন ভুক্ত দেশের তালিকায় কয়টি দেশ আছে?

ইউরোপের ২৭ টি দেশ নিয়ে গঠিত নন সেনজেন ভুক্ত অঞ্চল।

সেনজেন ভুক্ত দেশের তালিকা এবং বিস্তারিত জানতে নিচের লিংকটি ভিজিট করুন।

আরও পড়ুনঃ ইউরোপের সেনজেন দেশের তালিকা । ইউরোপের ২৭ টি দেশের নাম

ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে এবং কি কি তা নিয়ে সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে এবং কি কি তা জেনেছি। এছাড়াও ইউরোপ মহাদেশ সম্পর্কে অনেক তথ্য জেনেছি।

আশা করছি আজকের পোস্ট থেকে ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে এবং কি কি, দেশগুলোর নাম, রাজধানী, আয়তন, জনসংখ্যা এবং মুদ্রার নাম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

সকল মহাদেশ সহ অন্যান্য দেশ এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আমাদের অন্যান্য সকল পোষ্ট পড়তে International Category ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল পোষ্ট পড়তে Dainik kantha ভিজিট করুন।

সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

3 thoughts on “ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে এবং কি কি বিস্তারিত জেনে নিন”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.